এইডসের ঝুঁকি কমাতে পুরুষদের খতনা করায় উৎসাহ জোগানো হচ্ছে বিশ্বব্যাপী৷ এতদিন ধারণা করা হচ্ছিল, খতনা করলে শুধু পুরুষদেরই এইডসের ঝুঁকি কমে৷ খতনা করা পুরুষসঙ্গী নারীকেও প্রাণঘাতী রোগ থেকে দূরে রাখতে পারে৷ অস্ট্রেলিয়ার মেলবোর্নে শেষ হলো আন্তর্জাতিক এইডস সম্মেলন৷ ২০ দিনের এ সম্মেলনের শেষ দিনে এক প্রতিবেদনে জানানো হয়, খতনা করেছেন এমন পুরুষের সঙ্গে মিলনে নারীর এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে৷ এক দল গবেষকের তৈরি করা এ প্রতিবেদনে আরো জানানো হয়, দক্ষিণ অ্যামেরিকার কয়েকটি দেশে...

